যখন আমার পৃথিবী
দাবানলে জ্বলে
নিষ্ঠুর বাস্তবতা যখন
খাবলে খায় আমাকে
তখনো আমি একা নই
পাশে থাক তুমি।


যখন আমার আমাকে
হারিয়ে ফেলি আমি
তোমার পরশ
আমাকে জাগতে শেখায়
আমি জেগে উঠি
তোমার পদ চুমি।


তোমার বুক চিরে
অঙ্কুরিত চারা গাছ আমি
তোমার রক্ত আমার আহার
আমাকে ঘিরে
তোমার জীবনের ক্ষণে ক্ষণে
নেমেছে কত কষ্টের পাথার।


হে জগৎ শ্রেষ্ঠ নারী
তোমার মমতা ভরা স্পর্শ
আর আত্নপ্রত্যয়ী হাসি
আমাকে করেছে আমি,
দুর্গমে আমি দুর্মম
চলি দুর্বার বিশ্ব জয়ে
দৃঢ়প্রত্যয়ী আমি
আমার প্রেরণা শুধুই তুমি।