একটি নদী
ছোট্ট নদী
     কলকলিয়ে চলতো
থেকে থেকে
একেবেঁকে
      মধুর ছবি আঁকতো।


দুই ধারে
উঁচু তীরে
        কাশফুলের বনে
রূপ ছড়িয়ে
মন ভুলিয়ে
        হাসতো পরীর কনে।


সাদা বালি
হীরার থালি
         চন্দ্র-সূর্যের সনে
দিন দুপুরে
রাত বিরাতে
         খেলত আপন মনে।


রাতের দেয়াল
ভাংত শেয়াল
          নদী তীরে বসে
তারারা সব
হারাত পথ
           পড়ত জলে খসে।


দাদার দেশে
দৈত্য আছে
           ধরল টিপে টুটি
হিংসা বোধে
অকাল বধে
            নদী পেল ছুটি।