দিগন্ত জোড়া কাব্য খাতা
খুলে নিয়ে আস্ত পাতা
কাব্য লিখছে চাষা
মাটির সাথে ভাব জমিয়ে
হাজার রকম রঙ ছড়িয়ে
বুনছে স্বপ্ন আশা।


ব্যথা লুকিয়ে মর্মতলে
মাটির বুকে স্নেহ ঢেলে
করছে ওরা চাষ
সবুজ ভূমে ফসল হাসে
ধরাধামে স্বপ্ন ভাসে
হাসে বারো মাস।


চাষা ওরা ধরার প্রাণ
দেয় ছড়িয়ে রঙের বান
বুকটা মায়ায় ভরা
মাটির বুকের মাটির মানুষ
মাটি তাঁদের স্বপ্ন ফানুস
ওরাই সবার সেরা।