তোমাকে মনে পড়ে ভোরের রোদ্দুরে
তোমাকে মনে পড়ে নিশীর আঁধারে
মনে পড়ে এক পশলা শীতল বৃষ্টিতে
কিংবা দূর আকাশে আনমনা দৃষ্টিতে।


তোমাকে মনে পড়ে গোধুলী বেলাতে
তোমাকে মনে পড়ে দ্বাদশী জ্যোস্নাতে
মনে পড়ে ফাগুনের ঝিরঝির হাওয়াতে
ঘনকালো আষাঢ়ের ঝরঝর বর্ষাতে।


তোমাকে মনে পড়ে বসন্ত প্রহরে
তোমাকে মনে পড়ে বৈশাখী ঝরে
মনে পড়ে সহসা আলো আঁধারে
কিংবা লাল নীল বেদনার বিবর্ণ সুরে।


মনে পড়ে বন্ধু তোমায় প্রতিটি ক্ষণ
তোমারি ছবি এঁকে চলে হৃদয় মন
চাঁদ হয়ে আলোয় রাঙ্গিয়েছ হৃদয় কানন
আপন ছিলে, আছ, থাকবে চির আপন।