নদীর কাছে বাড়ি
বাড়ির কাছে ধান-পাটের ক্ষেত
ক্ষেতের কাছে কঙ্কালসার কয়েকটি গাছ
এইতো বসন্তের বাহন
ফুল নেই, রঙ নেই, পাখি নেই, গান নেই
তবুও বসন্ত এসেছে
ধূসর বসন্ত।


বিত্ত-বৈভবে শুদ্ধি অভিযানে নেমেছে মানুষ
বনফুল তাদের কাছে আগাছা
লতাপাতা জঙ্গল ছাড়া অন্যকিছু নয়
শিমুল, মাদার, কৃষ্ণচুড়া বাজার মূল্যহীন
বণিকের চোখে প্রকৃতিকে ঢেলে সাজানো হয়েছে
সেই প্রকৃতিতে বসন্ত এসেছে
ধূসর বসন্ত।


গ্রামের দুরন্ত বালকের হাতে ফুল নেই
কিশোরীর গলায় ফুলের মালা নেই
ঝোপেঝাড়ে ঘনবনে ফুল আর উঁকি দেয়না
ফুল হাসে প্রাচীর ঘেরা বাগানে
অভিমানে প্রজাপতিরা দেশ ছেড়ে চলে গেছে
গান ছেড়েছে ভ্রমরারা
তবুও বসন্ত এসেছে
ধূসর বসন্ত।