(অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় একজন প্রিয়বন্ধুর উদ্দেশ্যে কবিতাটি লিখেছিলাম। কোনোপ্রকার এডিট না করেই পোস্ট করলাম)


তোমার জন্য কবিতা লিখব বলে বসেছি
শূন্য খাতায় কলম রেখে ভাবছি
কী লিখব
কী বলে শুরু করব?
ভেসে আসে চোখের পাতায় তোমার মিষ্টি হাসির দৃশ্য
কম্পিত হয় কর্ণদ্বয়ে তোমার সুরেলা কণ্ঠ
আমি অবাক চোখে দেখি
নিরবে শুধু শুনি।
হস্তদ্বয় তোমাকে স্পর্শ করতে চায় বারবার
তুমি নেই, ছিন্ন হয়ে যায় ভাবনার দ্বার।
তুমি কি গগনের চাঁদ
নিষ্ফল কাছে ঢাকা
তোমার আলো বুকে জড়িয়ে ব্যর্থ ছবি আঁকা।
তুমি কি অঙ্গহীনা বায়ু নির্থক ধরার সাধনা
বাতাসে ধুলোর মতো উড়ে চলা, নেই কোন ঠিকানা।


কলম হাতে তুলে নেই
সন্ধান করতে থাকি কবিতার ছন্দ
কোথাও খুঁজে পাইনা ছন্দ
কবিমন হয়ে যায় অন্ধ।


দু'চোখ যখন বুঁজে নেই আমি
স্বপ্নের রাজ্যে তলিয়ে যায় আঁখি
তুমি এসেছ আমার কাছে
কত কথাইনা বলছ হেসেহেসে
চোখ মেলে  দেখি
তুমি নেই
শুধু তুমি নেই।