=============♦
        ♦==============


যে লেখাটি ভূমিষ্ঠ হল মাঝ রাত্রে
চোখে মুখে দেখতে পেলুম:
সে পেয়েছে পারপত্র এক,
নতুন দিনের দ্বারে তাই ভুক্ত করে নাম তার
বেদনার্ত বিতৃষ্ণ ফুঁৎকারে।
চর্ব লেহ নিঃশেষিত,তবু তার মেলে রাখা হাত
প্রসারিত, প্রচারিত  
সে এক অবোধ্য প্রতীক্ষায়।
যে আশা জানে না কেউ,
কেউ আসে, কেউ ধারে মৃদু পুরষ্কার।
কেউকেউ প্রাণপণে খুঁজে পায় রসা  
চেয়েছি নতুন দিঠি প্রসন্ন ভোগের —
পরিণয়-পত্র পড়ি বিমৃষ্ট লেখার
সুস্পষ্ট নিরাশাভরা দুখে।
হেসেছে নতুন লেখা, ওকে নেড়ে দিতে হবে মান;
শীর্ণ ভিক্ষাজীবী সত্য, ধূর্ততার ভগ্নস্তূপ - এঁটে
বলে দিতে হবে তাহাদের।
গলে যাব— তবু রাজ ততক্ষণ মোহে নাচে প্রাণ
আনমনে কবিতারে পরাব গজাল,
সে দৃশ্যকে এ লেখার ধ্বস যোগ্য ক’রে দেবো আমি—
নবপাঠকের কাছে এ আমার মূঢ় অঙ্গিকার।
দিন শেষে সব কাজ করে আবার
লেহের ভক্তে নতুন লেখাকে চষে দেবো নির্বিবাদ,
পর পর কপি পেস্ট ব্যাস ॥


--==|||||||||===©©===||||||||||||==--