-<<>----------=©=====-


চৌদিকে বাড়ছে দেখি
কুড়চি ফুলের দল
কুসুম নামের শক্ত ফাঁকি
তেতোয় ভরা তিক্ত একি! ব্যাপ্ত বনতল


কুহরা ডাকছে সেকি
খলিত খলের ছল
কুহকজালে গড়ছে মেকি
কারা ওরা পুড়ছে ধিকি! দীপ্ত মনোবল


কুহেলি কুহোর কালে
বাজে দূরের মাদল
বাজনা ক্ষীণ বেতাল তালে
কেমন যেনো নীরসতা! ক্ষিপ্ত মহাবল


পিপাসা বাড়ছে জলে
ঝরছে বৃথা বাদল
তিয়াসা আশ মেলেনা গলে
পলে পলে মিশছে যেন! গুপ্ত হলাহল


সহেলি আসেনা আর
ভীষন ব্যথার ঢল
প্রাণের কথা শুনছে কার
মর্ম হীন বিষাদ ভারে! সুপ্ত কোলাহল


কৌশলে লুকানো সার
বিপথে কুপথ্য ফল
যেমনতেমন হচ্ছে পার
ক্ষণিকের আসাযাওয়া! লুপ্ত চলাচল !


-=======©=-----------<>>