পরপর কেটে যায় অনেক সময়
কিছু অনানুষ্ঠানিক প্রীত দিনরাত।
     আনন্দ ভ্রমণশীল ভরতি বৈভব
বিচরিত পথঘাট মুকুলিত প্রাত
    মধুকর সমাদর জয় মধুময়
ভাবনাহীন হৃদয় ভাবেনি বিনয়
    বেখেয়ালি মন আর রাখেনি হিসেব;
    দরদি সে ছুঁয়ে থাকা, সারথির হাত!


পৌষালি কুয়াশা ভাসে ঘনত্ব কঠিন
শীতলা আঁধার আসে অমাবস্যা হিম
        নানারূপ জটিলতা বিবিধ ভীষণ
   আলোকিত করে দেয় তমো আলোহীন
সহজিয়া দিনরাত দেখায় রঙিন;
না চাইতে পেয়ে গেছো পরম মহিম
       আদরে রেখেছে তাই করেনি শাসন
       বেভুল অন্তর তব, দিলেনা আসন!


মাঝপথে মাঝেমাঝে পিচ্ছিল পাষাণ
বিভীষিকা আসে যায় বহুরূপ ধরে
       পরম আদর পাও সুখ মনোহরে
    অকাতর বিলিয়েছে কেবা প্রতিদান
করনি স্মরণ তার অগুনিত দায়;
দেমাগি হৃদয় নিয়ে ভেঙ্গেছ সোপান
     অশোভন আচরণে অভাজন হায়!
     মহাজন ভুলে থেকে, বাঁচো অসহায় ||


          ........................ ©