<>=======∞∞=======<>


ফিরতে চাইনি আমি;হৃদয়ের বিপরীতে
চারটে নদীর মিলন সাগরের ওই বুকে
হোনশে'র উপকূলে সেই জেসমিন আহবান    
ওখানে লেগেছিলো ভালো মনের মতন!
মনখুশি বেঁচেছিলাম;ফুরুসের থোকায়
নিশুতির আঁধারেতে খুলে রাখা দোর
গোশিনের বন হতে;ভেসে আসা ফুলঘ্রাণে
টিউলিপ কলিদের দেখা যেতো সুখে!
চেয়ে চেয়ে দেখতাম,বিকাশের প্রহর।
আমার বাগানে ফোটা;ক্যামেলিয়া টানে
'ইশিকুরা' হেসেহেসে,গাইতো কাক্কোই গান
-ইকেবানা খুশিতে সরব পূবের প্রথম ভোর |


আরো কিছুদিন আরো একাকার হতে চেয়ে
ইডো'র জলেরে ছুঁয়ে;সিনানের সাধে!
ভালো করে ধুয়ে গেলে,দখিন সাগরের নুন
থেকে যাবো মনে করে মেনে নেয়া সুখ
  আকিরা'র সাথে আর করিনি বিবাদ!
ভেবেছি যাবো না ফিরে সারুশিমা' হতে  
বাহারি রঙের সাথে মিশে গেছি তাই রোজ
প্রবাহী এরা'র জল;গায়ে মেখে নিতে নিতে
মাছের বন্দরগুলো ঘুরেফিরে অবশেষে  
কাছের আকাশে দেখা গতিময় টাইফুন!
সবকিছু ঠিক আজো;তেমনি নীলসরোজ
-আমিই এসেছি ফিরে,আসতে হয়েছে বলে ||


∞========[[[[©]]]]=======∞