-=<<>===♦♦♦===<>>=-


মেঠোপথে হেঁটেছি যখন;খোলামাঠ প্রান্তরে
নিহাস নদীর ধারে সুবাস বাতাসের কাছে
চাষাদের আলপথে,গেরস্ত সুখের দ্বারে
গগন চিলের ডানায়,উড়ায়েছি সকাল
-কলাইয়ের ক্ষেত চষে কেটেছে বিকাল!
দীঘিজলে সাঁতরানো আধভেজা বুকে
কিষাণীর দুধেল গাই দুয়েছি সখে!
হৃদয়ের বয়স তখন থেমেছিল স্থির হয়ে!
শাপলার ফুলে গাঁথা,গোধূলির উপহারে
  -অনেক হরিণ সময় বিঁধে আছে অন্তরে |


অদেখা সে সাধনরথে;চড়েছি যতোবার
সুপথ মিশেছে তাতে;জমেছে মণিমালা
রাজপথ ছেড়ে তাই ছুটে গেছি বারবার!
গেরামের ভাঙামঠ;ধুলিওড়া রোদ্দুর  
- নীলকুঠি লালকুঠি সাহেববাজার!
পোড়োবাড়ি পার হয়ে;বিবিরহাট খেয়া
সেইখানে শুয়ে থাকা হিজলের ডালে,
সোনালুর খোলা বনে হারিয়ে যাওয়া!
ঝুমকো পাঁপড়ি ছুঁয়ে,ফিরে ফিরে আসা
-নরম হেমন্ত রোদে আশাতীরে কতোবার |


সময়ের ছায়া দেখে;এখন অসার দিন
সমব্যথী জোনাকেরা আসেনা কাঁচের ঘরে!  
সেইপথে কাঁদে আহা;হলুদ বিজন ঘাস
কি যেনো বলতে চেয়ে ঝরে চুপতারা
-অদেখারে পেতে বুঝি বাড়ে বুকব্যথা!
ডেকে ওঠে রাতচরা;সকরুণ তারস্বরে
ইশারায় বলে দেয়,ধুসর আকাশকথা  
মুখ গুঁজে পড়ে থাকে নীল ভোমরা!
শিশিরের খোঁজে জাগে বেদনার স্মৃতিশাঁস
-আবীর ইচ্ছেরা ডাকে ফিরে আয় গৃহহীন ||


=<<>====♦©♦====<>>=