....
  


অনেকদিন গেলো, অসংখ্য অনেক
মাসের পুঞ্জীভূত বেদনায় পরপর
বছরগুলো জমে জমে কয়েক যুগ হলো;
শতাব্দীর পথে এই যাত্রা থেমে যাবে জানি
তবুও এমনি রয়ে যাবে দৃঢ় গূঢ় আশা  
নিঃসঙ্গ বৃক্ষের মতো
নির্জন কারো মনে নিভৃতে গোপনে  
নিস্তব্ধতার মৌন পাহাড়ের মতো সুনসান
যেমন একা পড়ে আছি আজো এককোণে!
বেশ আছি, কোনো দীর্ঘশ্বাসের মতো নয়!
অজান্তেই রেখেছি তপ্ত শ্বাসের নিরাশা,
বিষণ্ণ বিষাদ একদম জানিনি বলেই -
রঙে রঙে শুনেছি গোধূলীর কথা।
দুঃস্বপ্নে বিভোর হতে পারিনি বলেই আজও
বলে উঠি সেই কথা একই উচ্চারণ  
একটা জাগ্রত স্বপ্ন দেখে এসেছি এতোদিন
'একদিন ভালোবাসবেই কেউ'
শেষযাত্রার আগে কোনোএকদিন
একলহমার হলেও মিলবেই সত্যের স্মারক
আকাশের বিশালতার মতো নয়!
এই আমার মতোই মেলে দেবো সাহসী বুক
মৃতপ্রায় ভেতর থেকে তখনো স্পষ্ট উচ্চারণ
তাই শুনে আলোকিত হয়ে
মনের গভীরতা থেকে ভালোবেসেই
নিশ্চিত নিশ্চিন্তে পরম আগ্রহভরে  
কেউ একজন হয়তো নিবিড়তা শিখে নিবে ||


.. ©........