-<==∞∞∞∞∞◑◑∞∞∞∞∞==>-


বসন্তের দেশে যারা হেঁটে গেছে নীরবে
আমিও তাদের দলে ছিলাম মিশে!
নাম লিখে অবশেষে;চষে গেছি প্রান্তর    
সুশান্ত বৃষ্টিতে ভিজে কাটিয়েছি কতোদিন!  
ভেবেছি প্রশান্ত নিজে সূচনা অরণ্যের কথা
জীবন ঘুমায় কেনো,সবখানে সবদিকে
আহ্নিক গতির তলে প্রমাণিত যতি!      
মানুষিয়া রূপের সেই প্রথম ভোরের মতো
ইতিহাস পটভূমি পইপই খুঁজে
   -পাইনি দ্রাক্ষার খেত,হরীতকী বন।


শুনেছি অন্ধকণ্ঠ;কালের নিয়মস্বর
পাহাড়ের দেহছোঁয়া,বেলোয়ারি রোদ বেয়ে
লক্ষ যুবার প্রাণে তখনো স্নায়ুর আঁধার
জমাট শীতল হতে পারেনি অন্তর!
বিমূঢ় লাঞ্চনার ফেনা বিষাদ ভর্ৎসনা ক্ষতে
বিঁধে ছিলো ক্ষুধার্ত হাঙ্গরের দাঁত!  
রাতের স্রোতে ভাসা;দেখেছি লুব্ধক স্বাতী  
নীলিমার নীল সীমা নক্ষত্র নিবিড় চুয়ে
একটি একটি করে,ঝরলে হাজার তারা
-তবেই কী মরণ হয় একটি নারীর!


সূর্যবলয় কোথায়;নিপতিত মৃত্তিকায়
অচেনা সাগরকথা অজানার তীরে!
সন্ধ্যানদীর জলে;সারসের সাদা গ্রীবায়
নিশির ডাকের সাথে এলাচের ঘ্রাণে
হাতছানি দিয়ে গেছে আপতিত ভুখ!      
সবুজ দ্বীপেরদেশে আগুনের অন্য মানে
জ্বালামুখে উগলানো প্রবীণ ধোঁয়ায়-  
কীসের বাসনায় পুড়ে সরলার মুখ!      
চাঁদের মুকুর ক্ষয়ে পারদের আভা জমে
-প্রাচীন হাটের ভিড়ে,যূথচারী নারী!


<=⊕⊕⊕⊕⊕©©©⊕⊕⊕⊕⊕=>