:::--<>⚪⚪🔘🔱🔘⚪⚪<>--:::


বৈষম্যের ঘানি টানে; 'যুগের বলদ' ওরা!
দুই কাঁধে লেগে আছে জোয়ালের দাগ
- হারের অপর পিঠে হাসেনি বিজয়
মানুষ নামের শুধু, বেঁচে থাকা আধমরা!
অধিকার পুড়ে খাক 'গোড়ায় গলদ' ভরা
নীরজা হৃদয় মূলে পলাতকা অনুরাগ
      - হরিণ সময়গুলো হয়েছে অজেয় |


বাধ্য ক্রীতদাস যেনো;নিত্য ছায়ার মতন
বিধান পাহাড় চাপা,শতাব্দীর অভিমান
- বিবাগী বৈষ্ণব নয় তবু সেই সাজে!
ঝর্নার শীতল কোথা;আসেনি প্রাপ্য যতন
ছত্রভঙ্গ হয়ে গেছে অজস্র বসন্ত গান
অভিযোগ পড়ে থাক, ধূলিমাখা ধনমান  
- সীমানার চিহ্ন আঁকা! ভূপতিত লাজে |    


বালুচরি আঁধারের; রিক্ত পলায়ন কাল
নিবিড় দ্বন্দ্বের সাথে বিনষ্ট আশার সাধ
-আগ্নেয় রাতের পরে আসেনি সুদিন  
আপামর নামধারী মানুষের ছুটা পাল  
ফাঁসুড়ে ফাঁসির দড়ি;ফরমাশি বরবাদ      
নিমিষে সংসারত্যাগী,অগনন ভীত চাঁদ
     - যাযাবর হয়ে বাঁচা অচ্ছুত স্বাধীন |  


বাঁধভাঙা জোয়ারের;নিঠুর তরঙ্গ দোলা  
আত্মার বাঁচন শুধু অজানার পথনীড়ে
- লোপাট চলতে থাকে অশুভের বোধে!
রাজপাট অভাবিত;রাজপথে ঝুলে তালা
বলিহারি মানবতা!কথায় ভিজানো চিড়ে  
স্বপ্নের ভাঁড়ার ভরে,নতুন নির্জীব ভিড়ে
-জমিনে বিছানো বুক,ঝড়ে জলে রোদে ||


::::🔸🔵🔸🔵🔸©🔸🔵🔸🔵🔸::::