♠-----------------


আধখানা চাঁদ জেগেছিল যেদিন
অভিমানী জোনাকিরা আসেনি সেদিন
রাতচরা পাখিটির ঢুলুঢুলু চোখে
মদির নেশার মতো ঘুম এসে গেলে
-বিলাপ করে ওঠে বনের গোলাপ
কাঁটার আড়ালে মরে যুবতি কোরক!


বিরহী জোছনার দেহে ঝুরে পুরবী
তাই দেখে মৃদু হাসে শ্বেতকরবী
-ফিসফিস কথা বলে শাদা কাঞ্চন
বনমল্লিকা তলে, অথৈ জোছনা গলে
নীলিমার নীচে পোড়ে ক্ষয়িষ্ণু সময়
অপেক্ষায় আধফোটা কামিনীর কলি!


শুকতারা চুপচাপ পাহারার সুখে
সেইসাথে জেগে ছিলো 'পারভিন'
আহ্লাদে আটখানা কিছু বেনামি তারা
-খসে পড়ে নিভে যায় দুখে
জোনাকিরা আসেনি আর শেষরাত বলে
রাতঘুমে মরে গেছে ক্ষীণ আলোহীন!


---------©-----------♠