<>∞∞∞∞∞==©©==∞∞∞∞∞<>


তোমরা বলো আমরা বোকা;গরীব মানুষ
জ্ঞানের অভাব জড়িয়ে আছি
ভাবনা বিহীন হনু,বৃথাই জন্ম এমন!
বড়ো বড়ো বিষয় নাহোক;জানতে পারি অল্প
বুঝতে পারি কেমনে চলো-
আকাশচারীর মতো সুখের উড়াল ডানা!
কোথায় পাবো আমরা বলো-
তোমরা তাতেই ভাসো;রঙবাহারির কল্প
উড়াও আরো গরব ফানুস
কারণহীন বারণ ঝাঁপি,থাকুক অজানা!
অজ্ঞানতায় হাসতে পারো;ইচ্ছে যেমন তেমন
-দেখতে থাকো আমরা কেনো বাঁচি!    


নিরাশার নুন জমে;হতাশা পড়লে ঝরে
যাপনের দাহকাঠে দুখের উনুন জ্বেলে
কানুনের বিষপাতে,কান্না মেখে খাই!
দমননীতির গুপ্ত রীতি;দেখবো স্বপন মানা
নাচনকোঁদন ভুলে তপ্ত লহু দিই ঢেলে-
মরণ বরণ করে শরণ তরী ভাসাই!
বাঁচন শেখার কূলে দলবাঁধা শব সারি-
স্রোতের সাথে মিশতে থাকি;আবেশমাখা স্বল্প  
তোমরা তখন দারুণ সুখের ঘরে
দুনিয়াজোড়া অনাচারের;করো জমিদারি!
রচতে থাকো অবিবেচক,হাজার হাজার গল্প
-আমাদের নাম রাখো জনমের রঙকানা!


<>∞∞∞∞∞==©©==∞∞∞∞∞<>