::::::::::::::::::::::♣:::::::::::::::::::::


আকাশের কাছাকাছি, কেমনে যাওয়া যায়!
    সেকথা জানিনা তাই;মেঘনীল প্রেম চেয়ে
    কেঁদে মরি বারবার আনমনে হায়!
            মেঘমালা নিজগুণে আসে ধেয়ে
            দুইচোখে জল পড়ে বেয়ে
      সহৃদয় এই প্রাণ;আকাশের ছোঁয়া পায় |


পাহাড়ের মাটি হবো, অপূর্ণ এই চাওয়া!
  মাটির মানুষ এই; মাটিতে ঘুমিয়ে যাবো
  যাই যাই করে আর,হয়নি যাওয়া!
              উদাসীন ক্ষণে সুখগীত গাবো
              ভাসাভাসা প্রাণে জোর পাবো
       শীতলপাটির মায়া, কখন হবে পাওয়া |


সাগরের এক বাঁকে; সবুজ দ্বীপের কাছে
    বাতাসের বিপরীতে,যাযাবরে বাঁধা ঘর
    জলের পরশ খোঁজা হৃদয়ের আঁচে
                আপনারে ভাবি দূরতম পর!
                 মনেআসা গীতে মধু স্বর
    মনেধরা সেথা যেতে, এই মন খুব নাচে |


নদীটির পূব তীরে যেখানে মাঝির বাড়ি
   মন চায় ঝড়জলে,সেখানে আঁটকে যাই
   ভাটির মানুষ ভাই ভালোবাসি খাড়ি
             ওইখানে তাই,ফিরে যেতে চাই
              মনোহরা সুখ যদি পাই!
গোধূলির রঙ দেখে,সাঁতারেই দেবো পাড়ি |


::::::::::::::::::::::©:::::::::::::::::::::