.    --🔘🔘⚪⚪⚪⚪🔘🔘--


হরদম বেচাকেনা খবর চরম!
কাণাইয়ার বাজার যাবো মনেমনে ভাবি
সস্তায় বিকোয় সেথা- অন্ মন্ ভন্ শাক
পানি'র দরে অনেক আড়তদারির মাল!
গুদামের খোলা দ্বার; নেই তালাচাবি
-পরম পাওয়া হবে, বাজার গরম!


তিল তাল তৈল খৈল বাহারি নরম 
খসানো বসানো তাজা হালচাল হাঁকডাক  
মনেরমত সওদা নিতে,মওকা তালাশী! 
পিছুটান টেনে ধরে-বিবেকের পিছুডাক
উপচানো কাঁচাপাকা; ডাঁসা ঠাসাঠাসি
-খাইখাই খাঁই বলে, ভুলে যাও শম!


লাজের বসন খুলে লুকাই শরম!
গিয়ে দেখি আহামরি খাবিখাওয়া বাচাল  
কচা আছে কচু সাথে, কচাকচি ফাও
কচকচি কচায়নে - শুধু কড়তা কচাল!
কড়ি বিনা পারাপার; বাঁধা আছে নাও
-বাড়াবাড়ি কাড়াকাড়ি, বিপন্ন ধরম!    


.   --🔸🔵🔸🔸©🔸🔸🔵🔸--