-=<<<<<><||♦||><>>>>>=-


মেঘের সাথে চাঁদের ঝগড়াঝাঁটির ক্ষণে
আকাশপথের সাথী কোমল বাতাস ভারি!
উজ্জ্বলতার প্রণয়ডোরে রাত্রি আসে সঙ্গোপনে
আঁধার হতে বেজে ওঠে;আধখাওয়া সব স্বর
আধভেজা সুর মেশা,বাঁধভাঙ্গা আওয়াজ!
গোপন অনেক দুঃখঘেঁষা শব্দশরীর পুড়ে
-কাটাকুটির জটিল খেলা নিত্যস্বভাব চলে
দশদুয়ারী ঘরের চালে মাথার উপর
দূরের তারা কাছের সাড়া পথহারাদের সারি
পালাবদল এমনি চলা সত্য বলে
আলোর জ্যোতি ফোটে নিঝুম জোনাকবনে
-চাঁপার ঘ্রাণের মতো শান্তসমীর উড়ে।


ঋকপাহাড়ের পায়ের নীচে;তপ্ততরল ঢল
বিষুবরেখার অন্য পাড়ে শরমরাঙা শীত!
আগুনবরণ দিন খোঁজে ফাগুনপেঁচার চোখ
-খয়েরি শ্যামার হায় পালক ঝরে যায়!
অন্ধকারের দ্বারেদ্বারে;দিকভোলাদের দল
আরামপ্রিয় উড়ালপ্রথা ভুলে,
শায়কবেঁধা ব্যথায়,কাতর সাগরচিল
আটকা পড়ে একলা কাঁদা পরিযায়ী বুক!
জামরঙা মেঘ ছিঁড়ে গেলে,
বিকাশঝরা বৃষ্টিসুখের সপ্তধারা নামে!
আকাশতলে মাটির কাছে,মরমভাঙা গীত
- নিয়মনীতির আঁচে প্রীতির আঁচল ছায়।


=><_______©______><=