..⚪🔘🔳◽🔳🔘⚪..


হেঁটেই চলে যাই
ভাসান মেঘের নীচে
শুনেছি ওইখানে কবি'র বাড়ি
ঠিকঠিক পেয়ে যাই
পিউ কাঁহা বসা কদমের ডালে
ইষ্টিকুটুম ডাকা হলুদিয়া পাখি
সীমানা জানতে চেয়ে
সীমান্তে দিয়েছি যে পাড়ি।


অবাক হয়ে গাই
আহা!কী মুগ্ধতা সবাক স্নিগ্ধ গান
ছেঁড়া মেঘ উড়ে দিকহারা পালে
শান্ত জলের দেহে সরব ছবি
-অপলক তাকিয়ে দেখি;  
পুকুরপাড়ের সাথে বিছানো উঠান
বেনামি আল্পনা আঁকা
ঝরে পড়া কৃষ্ণচূড়া দীপ্ত লালে।


ভেজা মাটি লেগে থাকা বৃতি
মাড়িয়ে চলে গেছে কেউ!
জানালায় বসে থাকা উৎসুকনয়ন
গাঙশালিকেরে ভালোবেসে  
ওইখানে থেকে গেছে সুবোধ কবি!
বাতাসেরা দিয়েছিল বুকভরা ঢেউ  
আকাশের মুখ চেয়ে চেয়ে!
মধুর হয়েছে তাই কবিতাচয়ন।


ছুঁয়ে যাওয়া অনুভবে
পৌঁছে যাই আড়াআড়ি
দিগন্তে তারি কথা নিস্তব্ধ নিবিড়!  
পলাশবর্ণ ছেনে কবিতার রঙ তবে
খলিশার মৌ মাখা শব্দের শরীর;
ফাগুনের মতো জীবন্ত কথায়
আগুনবরণ ব্যথারে লিখে,
অগণিত সুখস্মৃতি দিয়েছেন গড়ি।

--⚪🔘🔳©🔳🔘⚪--