-- 🔵 🔵 --


নিয়োজিত অধিকারী আমি
আমার সাথে তাদের অনেক ব্যাবধান!
হৃদয় গভীর হতে; প্রশ্ন ভেসে আসে
আমিও কি তবে ভুখা নই এক?
ভুখাদের মিছিলে তাই হয়েছি শরিক।


'আসমারা' পৌঁছার অনেক আগেই
এখানকার কালোগল্প জেনেছি -
'কাকুমা' শিবিরের মানুষদের মুখে
অনেক জমানো দুখ যাযাবর বুকে!
পকেটে এনেছি বয়ে 'ডচেট'র সাদা খাম,
সেখানে মায়ের ছবি,লেখা নামধাম।


খনিজ যুদ্ধ হয়নি এখানে;
তবুও থমথমে কয়েক শতক-
আধিপত্য বিস্তারের ঘৃণার সংগ্রাম
হীরক মহাদেশের নরকগাঁথা!
মুছে নিয়ে গেছে; সুখ ইতিহাস
ফুঁপিয়ে কাঁদছে আজো নগরবাতাস।


অনাহারী মানুষের এলোমেলো ভিড়ে
আমি কোনো শরণার্থী নই!
রাস্তার এপার থেকে;ওইপারে যাই
এক দেশ থেকে অন্য দেশ-
মানবতার পতাকাবাহী যাত্রা অনায়াস
এক দল ছেড়ে অন্য দলে সামিল,
আমার সাথে খুঁজছি তাদের অমিল।


ইথিওপীয় সীমানার;সস্তা পানশালা হতে
গানের শব্দ ভাসে -এরিত্রিয়া,এরিত্রিয়া...
ক্ষুধার আসলে কোনো সীমানা নেই;
ক্ষুধার্তের কোনো দেশ থাকতে নেই।


ইরিত্রিয়ার শেষপ্রান্তে এখন
কাল থেকে সাইরেন বাজবে লঙ্গরখানার
উদ্বিগ্ন চাহনির অগণিত মুখ হতে-
ডচেট'র ক্ষুধার্ত মা'কে খুঁজে পেতে চাই।
বর্ণ নয়, গোত্র নয়,সীমান্তবিহীন
আমার এই পৃথিবী হোক ক্ষুধার্তবিহীন?


-<>🔴🔴=©=🔴🔴<>-



শব্দ সহায়ক টীকা :
________________
🔸
আসমারা / আসমিরা (ˈæsˈmɑːrə)
= ইরিত্রিয়ার রাজধানী।
🔸
কাকুমা / Kakuma
= কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের টারকানার অন্তর্গত একটি ছোট শহর।
🔸
'ডচেট' =
একজনের নাম, যার জন্ম ইথিওপিয়ায় মাতুলালয়ে, বেড়ে ওঠা ইরিত্রিয়ায়, শরণার্থী জীবন -কাকুমা'য়।