আহা! এইতো সেদিন;
আমরা থাকতাম বসে জোয়ারের অপেক্ষায়
কাঁকড়াদের লুকোচুরি অনিমেষ দেখতাম
ফেনায়িত জলধির ঢেউগোনা খেলতাম
          কত কী যে ভেসে ভেসে আসতো
  আমাদের বয়সী মন শিশু হয়ে যেতো
ভাটা এলে কাঁদতাম বিয়োগী উপেক্ষায়
        নোনাজল বালুময় আনন্দ ভাসতো
এখন কোথায় সুদিন!


আহা! সরব সন্তরণ;
কাদাখোঁচা পাখিরা উড়ে গেলে বুঝতাম
সাগর ক্রমশ ফুলে ভরবে মোহনা খাড়ি
দুই পা ভেজাবো বলে নড়েচড়ে বসতাম
অমল স্বপ্নের মত গাংচিল খুঁজতাম
ভাবতাম কোথায় জানি তাহাদের বাড়ি
পেছনে লোকালয় মনে নাহি রাখতাম
ভাঙা প্রবাল কণা শামুক ঝিনুক নুড়ি
মধুর মধুর সঙরন!


   ............ ©............


                                           ♥