---==---
:::::::::: -----♠---- ::::::::::


কালাকালে গত বেলা
-কমবেশি যতো হেলা
কিছু তার জমে রয়; অনাদরে লেখা 
আঁকাবাঁকা সোজা কথা রূপকের টানে
বাহারি জমাট মেলা
-আনাড়ি গুমোট খেলা
অজানা অযত্ন বহু;রঙ দিয়ে মাখা!
উগলানো সুরহীন, উঘরানো গানে!


চলতি পথের ব্যথা
-ভরতি ভুলের প্রথা
বাকিজায় অনাদায়ী হয়নিকো শেখা
কতকিছু লুকায়িত বেখেয়ালি মানে
এই নয় শেষকথা
-এই নয় শোকগাথা 
সাধারণ এইসব;সহজ সরল রেখা!
মুছে যাবে নিমিষেই দিন অবসানে!


সরস মজ্জার এই
-নীরস লজ্জার খেই 
দিনরাত পার হয়ে আড়ালে বিভোর  
ঝুলি ভরা খুলিহীন বিতথের ঝাঁপি 
বৃথা সখে সুখ নেই
-জোরাজুরি চেপে দেই
আহা কতো মায়াময়;স্বপনের ঘোর!
ভিখ চেয়ে ঘেমেনেয়ে অবদান মাপি!
...................................


কাগজ কলম কালি
-দিয়ে যাই জোড়াতালি
বিনিময় প্রণোদিত; আহা ভালোবাসা
সাথী সব দরদিয়া, বলে বাহ বেশ!
বুলি ভরা ঢঙ ঢালি
- পেয়ে যাই হাতে তালি!
অনুমেয় বিনোদিত; ভাসাভাসা আশা
অনুনয় করে করে, মরছে অশেষ!


নানা মতে নানা পথ
- কোনোমত মনোরথ!
শোরগোল করে যায় রূপহীন বোধ
মন চায় যাহা তাই, প্রকাশিত করি!
কোথায় দৃপ্ত শপথ
-কেমন গুপ্ত সুপথ!
তালগোল পাকানোর লেশহীন রোধ
বায়বীয় সুখাবহে, যাপনীয় ভরি!


অনুলেখ অনুলাপ
-গৎবাঁধা এক প্রলাপ!
অপহত সময়ের; দেয়ালেতে আঁকি
পঠিত সুখের যতো, অর্জিত সজ্জিত  
অনিপুণ দৌড়ঝাঁপ
- অনাবশ্য অপলাপ!
অপগত এইসব; খেয়ালের ফাঁকি
কালেকালে অপঠিত,বর্জিত লজ্জিত!    


---------©=======
              . ====©---------