ভাসাভাসা মনে পড়ে জলচর মুখ
          নুয়ে পড়া বেতসের লতায়
রোদের গন্ধে মুখর চঞ্চলা বাতাস
      আঁকশিতে পাড়তাম মনোহর সুখ |


এখানে আসেনা আর জোয়ারের জল
বিকেলের মেদুর সুর কলকলধ্বনি
বসতি ভরে গেছে মুহুরির পাড়ে
     ঠিক এইখানে ছিলো ভবানীর হাট |


খরতাপ বাড়লেই মাঙনের দিন
কূলপ্লাবী স্রোতে চোখ রাখতাম
মরমের অধীরতা ধীরে ধীরে কমতো
    কালের অতলে আজ মেছুয়ার ঘাট |


ভাঙনের গান সেতো শুনিনি
আসেনি তো অকালের তুমুল প্লাবন
শাসনের বেড়ি দিয়ে কে বেঁধেছে তবে
     কোমলা বুক চিরে কোলাহল বাট  ||


       ♥  ---------©---------