-ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ-


নরোম হাওয়ার কাছে
দুই হাত মেলে রাখি মুগ্ধ আমি  
মনেহয় এইভাবে আছি যেন হাজার বছর!
কবেকার থিতু আমি কোথাকার প্রাণ
তারও আগে এইখানে ছিলাম?
এর আগে মনে নাই এসেছি কবে
-ভাবনায় করি হায় প্রণিপাত
'কালাপানি' তবে কার,আমারই অধিবাস!
সূর্যচুম্বিত ওই  নিসর্গ ভুমি
ওঙ্গি'দের সাথে কতো প্রবালেরা বাঁচে  
সোম্পেন, সেন্টিনেলদের এই ধাম
- নগ্ন মানুষেরি পাহাড়, জলমগ্ন জমি।


'জারোয়া' মানুষের মতো
অপলক চেয়ে থাকি সভ্যতার পানে
আমাতেই ব্যবধান ঢাকি লোক লজ্জা
প্রয়োজনহীন ওরা বাঁচে অবিরত
এখানে ভালো থাকা পাহাড়ি থানে
নক্ষত্রের নীচে বসে মূর্ত আকাশ দেখে
সাগরের কণ্ঠে শুনে মায়াবতী গানে
তটভাগে ডানা ঝারে উড়াল খচর
সময়ের পালক খসে  
শ্যাওলায় রঙ বসে স্থায়ী
মনে হয় থেকে যাই অনন্ত বছর
রূপারঙ রূপসীর দেখি রূপসজ্জা।


____________________
------- কালাপানি
......©......... জুন ২০০৯
____________________