______________________
::::::::::::::::::::♠:::::::::::::::::::::
______________________


শেষবিকেলের আলো কভু; উঠোন উপচে পড়ে
      যখন সময় গত দুর্বল মনেরজোর!
   কাছেপিঠে অনুজেরা;কিছু সবুজে আবীরে।
     মরোমরো শুষ্কতায় শেকড়বাকড় ক্ষয়
    ধূসর মলিন দেহে,ঝলসানো বহু দাগ!
    ঝুঁকে পড়া অবয়বে দিঘল বিষাদ ছায়া;  
  কেশহীন শীর্ষে ঝুলে ভোকাট্টা দুখের ঘুড়ি
   -গায়ে ভরা বেদনার ছায়া ছবি শতরূপ।

ভাসাভাসা সুখাবহ ঘিরে; আশাবাদী আশা গড়ে!


    বিগত প্রতাপ কতো,স্বীয় বলে অপরূপ!
  পরিপাটী শাখে ছিলো, নবীন সতেজ কুঁড়ি
   বুকে ভরা উদারতা প্রেমময় যতো মায়া
   প্রসারিত জীবনের হয়েছিল কতো ভাগ!
     জয়ে ভরা দিনগুলি শতশত সুখময়;
   প্রাপ্তির লালসা মূল ক্রমেই গেছে গভীরে
এই আলো পেলে ঠিক কাটতো মায়ার ঘোর
আশাহীন কিছুদিন আরো; বেঁচে থাকা নড়বড়ে।


______________________
:::::::::::::::::::::©:::::::::::::::::::::
______________________