-∞∞==<>✪⊕✪<>==∞∞-


রীতিমতো লঘুশীত আসে;
গুটিগুটি ধীরপায়ে,আজন্ম অভ্যাসে
চুপচাপ হেঁটে যায় অনাহারী গ্রামে-
উপবাসী উঠোনের সব কোণে কোণে!
চেপে থাকা অভাবের অবারিত কোলে  
অনায়াসে কিছুদিন শুয়ে বসে থাকে!
অবশেষে কুয়াশারা ঘন হয়ে ভাসে
-বড়ো বড়ো রাতগুলো হাসে!
প্রবাহিত মোড়ে মোড়ে;বাড়ে গাঢ় দুখ
কফ জমা মজদুর,হাঁপানিতে টানে বুক।


চিমনির কালোমুখে উগরানো ধোঁয়া
চালকল ভরে যায় সাদাভাত ঘ্রাণে!
আনন্দবিহার জাগে সরিষার ক্ষেতে
হলুদ ফুলের রঙ;সেও যায় খোয়া
কিষাণের দেহে বিঁধে,মউমাছি হুল!
পানাহারে মশগুল সুদি স'দাগর-
চকচকে লোভে জ্বলা অগণিত চোখ!
অঘ্রানের ধানগুলো গেছে যেইপথে
-বাকিসব শস্যদানা,তেমনই যায়
চৈত্রের 'অভাবফেরি' হয় আয়োজন।  


ধুকপুক ছেলে বুড়ো;কামিনের দল
নারী শিশু জবুথুবু,জমকালো শীতদিন
উপাহারী বারোমাস তারচেয়ে ভালো!
রাজ্যের ক্ষুধাকাতর একমুঠ অন্নে
উদরের ওমটুকু চাতালে দিয়েছে বেচে      
-গতরের উষ্ণতা তাই বুঝি কম!
আদরের লেপকাঁথা কবে পাবে এরা?
দাদনের জাতাকলে;খুদকুঁড়ো পেষা
এদের নবান্ন কিনে,বানিজ্যিক নেশাভরে
-কারা ওরা তাপঘরে,তবিয়তে বাঁচে!


∞∞===--××ש©×××--===∞∞