ভাবনার আদ্যোপান্ত ছিল একটাই ,
মহীরুহ  না হলে ও বৃক্ষ  কিছু হবোই।
এখন দেখি অথর্ব দাঁড়িয়ে আছি ঠাঁই
হয়েছে গেছি মূল্যহীন সুলভ বনসাই।


চেতনার অণুকণায় ছিল শুধু সুু-মতি,
প্রেরণার বিন্দু  তাতে ছড়াত  দ্যুতি,
মিল খুঁজে পাইনা এখন বাস্তব অতি
হিসেবের খেরোখাতায় লাভ কি ক্ষতি ?


অনুভবে সত্য ছিল পেলব ও কোমল
হৃদয়ের  অণুরণে অযুত সুন্দর  চপল,
প্রতারণার বিষাক্ত গোখরো ও নেউল
প্রতিক্ষণ মারছে এখন বঞ্চণার ছোবল।


যা ছিলাম তাই, আমি তাই হতে চাই...
আমারে আমি যেন আবার ফিরে পাই।
ক্ষয়ে যাওয়া ভয়ে আঁধার হাতড়িয়ে যাই,
যেথা শুধুই সুন্দর, অসত্য ও হিংসা নাই।