চলতে চলতে থেমে দেখি বন্দ্বুর এক পথ
মেলেনা হিসেব হাজারটা বিদ্বেষী মত।


হারিয়েছি জীবন থেকে কি এবং কত ?
অনেক সকাল, ক্লান্ত দুপুর, মধুমাখা রাত !
প্রিয়জনের সুখের ছোঁয়া, হাসিমাখা মুখ
মিষ্টি স্বজন, ভাই ওবোন, বাবা মা'র বুক।


স্বপ্নময় বিগত জীবন আবেগে কুপোকাত,
অনেক দুরে ভালবাসার বাড়িয়ে দেয়া হাত;
প্রেমে ও অ-প্রেমে টুকরো হয়েছে যে মন
দেখা অ-দেখার শুভার্থী ও বন্ধু কতজন।


হারিয়েছি জীবনের সফলতা, আনন্দ জয়
সঙ্গী এখন দুঃসহ পরাজয়, নিত্য গ্রাসে ভয়।
ভুলেছি হাসি অনুরাগরাশি, সুর-তাল-লয়
উন্মাতাল যৌবন উল্টো স্রোতে হচ্ছে ক্ষয়।


হারিয়ে গেছে জীবনের ভাললাগা ভালবাসা
স্মৃতিময়,সুখময়,রঙ্গিন বুননের স্বপ্নমাখা আশা,
যেটুকু অবশেষ; বর্ণহীণ লেশহীণ, ক্ষীণ দুরাশা
কতটুকু আর ফিরে পাবো সুর, সে কোন সহসা?