আলো চাই আলো,   আলো...
মরছি ধুঁকে ধুঁকে আঁধার হাতড়িয়ে,
ভালবাসা ও সম্মান চাই,   ভালো।
বাঁচতে চাই না ঘৃণার পথ মাড়িয়ে।


স্বপ্ন দেখতে চাই,   রঙ্গিন।
অভাবিত অভাবে অবস্থা সঙিন।


বিশুদ্ধ বাতাস চাই,  নির্মল।
অশান্তির নিঃশ্বাসে ভারি এই ভূতল।
প্রতিযোগী হতে চাই,   সেরা।
পরাজয়ের গন্ডী থেকে হোক জয়ে ফেরা ।
ধনী হতে চাই,    বৈভব বিত্তে।
কতদিন বিকাবো নিজেকে গরিবি বৃত্তে।
সব ভালো পেতে চাই,  অযাচিত  সহজে।
মন্দের মারপ্যাঁচে ঘুন ধরেছে মগজে।