পুড়ছি আমি, ছাঁই চাপা যে অনলে;
জানিনা, তারে কি নাম যে বলে।
ঘুরছি নিত্য,কাঁধে নিয়ে যে ঢোল;
বুঝেনা তাল,বাজে আবোল তাবোল।


ঘিরছে আমারে,যে ঘোর হতাশায়;
প্রাপ্তির আনন্দে ও রাখে দুরাশায়।
ফিরছি, আঁকাবাকা যত শত পথে;
টেনে-টুনে চলে দুই পা, কোন মতে।


করছি মনোযোগে,বহু ভালো কাজ;
পাইনি সাধুবাদ,সমাজ হয়েছে নারাজ।
ধরছি শক্ত করে, পোক্ত যেই ডাল;
ভুল কৌশল!বারবার ছেড়েছি ও হাল।


ভুগছি কঠিন অসুখে,ভেতরে বাহিরে;
মনে প্রাণে উপশম চাই,ছাড়েনা শরীরে।
ডুবছি, বিষন্ন চিন্তার গহিন পাথারে;
বৈতরণী নাই,ইশারা পাই দুর পাহাড়ে।


ছুঁয়েছি যা অনুভবে,পেয়েছি যত সুখ;
হয়েছি তুষ্ট তাতেই,আশায় বাঁধি বুক।