তুমি যদি একটিবারও বোলো কথা,
তাকাও মেলে চোখের ঐ দুটি পাতা,
ঠোঁটের কোণে ঝুলিয়ে দিয়ে মৃদু হাসি,
তাতেই আমি পুলকিত বেজায় খুশি।


এলোচুলে সামনে এলে খোঁপা খুলে।
রঙিন ফিতার বেণী জোড়া পিঠে ঝুলে
নাহয় পেছনে টেনে ঝুপটি তুলে,
তোমার সব ভালো লাগে, হৃদয় দুলে।


শব্দ করে উচ্চস্বরে বললে কথা,
জব্দস্বরে তাচ্ছিল্যতায় যা খুশি তা
নাকি কান্নায় ভিজলে চোখের পাতা,
সবকিছুতেই পটু আমি দর্শক ও শ্রোতা।


স্নিগ্ধ তুমি শান্ত আরো,ঘুমিয়ে গেলে,
অভিমানে তোমার সাথে কেউ না মেলে,
খুনসুটি  আর রাগে ক্রোধে তুমিই সেরা,
তারচাইতে ভাল লাগে বারবার ফেরা।


যতই তুমি যন্ত্রণাতে হৃদয় দাও বিষিয়ে
তোমার আবেগে আমার বিবেক মিশিয়ে,
অবুঝ চটুলতা ভুলি,ভালবাসা মানিয়া
বেশি ভালবেসে চলি,প্রাণাধিক জানিয়া।