অসহায়ত্ব - দাসত্ব হতে চেয়েছি মুক্তি,
অধিকারের আবর্তে পেয়েছি শত যুক্তি;
কর্তার আদেশে কর্ম দিয়েছি ইচ্ছাশক্তি,
উক্তিতে, জো হুকুম বলেছি মিথ্যে ভক্তি।


অভিমানের বীজ বুনেছি মনের ভেতর,
নীরবতার নির্বাক বৃক্ষে গজিয়েছে শেকড়;
চপলতা ও চটুলতার দিতে চাইছি কবর,
অনুভবে অতৃপ্তি মাখা অস্থির যত প্রহর।


যন্ত্রণা বৃক্ষের, দুঃখ ডালপালা করিয়া কর্তন,
নিজের জন্য সমৃদ্ধি সুখের চাইছি আবর্তন;
অঙ্গ প্রতঙ্গ,মেধা, মস্তিষ্ক সব করিয়া একত্র,
আপন হৃদয়, জ্ঞান ধ্যানে রাখিয়া আধিপত্য।


অপবাদের সূচবিদ্ধ আত্মা, ছাড়িয়া দিলাম!
লোকলজ্জা পেরেক আঁটা কফিন ভাঙ্গিলাম;
অভাববোধের অপরাধী যেই আমি ছিলাম,
অবোধ জন্ম নয়, সুবোধ নবপরিচয় পেলাম।


পরহিত ব্রতী মানুষের মতন হতে চাই....
হার জিত, সুখেদুঃখে হৃদয়ে হৃদয়ে ঠাঁই।