ভরা পূর্ণিমায় সেদিন তোমার
প্রথম প্রেম, প্রথম অভিসার;
বলেছিলে,প্রাণপণ রাখিবে বাঁধন;
স্বপ্নের অধিক বাস্তব হবে প্রেম সাধন।


চোখে চোখ, হাতে রাখিয়া হাত,
মধুর কেটেছিল সেই বিনিদ্র রাত;
অদম্য প্রেম মানে না ধর্ম,বর্ণ,জাত
বারবার শিখিয়েছ প্রেমের ধারাপাত।


শুক্লপক্ষ অকৃপণ জোছনা ছড়ায় আলো,
তুমি ও দিয়েছ প্রণয় উদারহস্তে ভালো,
কৃষ্ণপক্ষ কে চায়! শুধুই নিকষকালো,
আলোয় এসে অন্ধকার বিরহ কেন জ্বালো?


আমি শুধু চেয়েছি বিরতিহীন প্রেম পরিণয়,
চাঁদের মত তুমি ও কি দেখালে অভিনয়!
চাঁদ তো নিয়মে বন্দী, নিয়মিত প্রথা মানে,
হৃদয়ের সন্ধি ভাঙ্গলে তুমি কোন টানে ?


শুক্লপক্ষে তুমি অসাধারণ প্রেমিকা ছিলে,
কৃষ্ণপক্ষে অতিসাধারণ নারী হয়ে গেলে;
আমি সাদামাটা সামান্য এক পুরুষ ছিলাম,
তুমি কেন স্পর্শ মেখে  প্রেমিক বানালে ?