কথার পিঠে কথা,লাগিয়ে দিয়ে জোড়া,
লাগাম হীন ছুটছে বাচাল টাট্টুঘোড়া;
কমবেশি কতকথায় কথার নকশীকাঁথা,
অকথ্য অশ্রাব্য কথায় নিত্য নিষ্ঠুর গাঁথা।


চলছে কথা শক্তিমান এর গায়ের জোরে,
বলছে কথা ত্রাসে কেউ বেশ উচ্চস্বরে;
নেতা নেত্রী হরহামেশাই  জোরেসোরে,
চোরের মা'র ও বড় গলা কথার তোড়ে।


উড়ছে কথা, ঘুরছে কথা সর্ব স্থানে,
মিথ্যে কথা চিল এসে ছোঁ মেরেছে কানে,
বেচাকেনা চলছে কথা সস্তা বা দাম নিয়ে,
কথার মূল্য শোধ দিচ্ছে কেউ প্রাণ দিয়ে।


রাখছে না কথা মানছে না,ভাঙ্গছে কেউ;
কারো কথার ঢং এ দুনিয়া জোড়া ঢেউ,
কথায় প্রেম বিরহ,দাম্পত্যে ও নিগ্রহে,
কথাই মানদন্ড,ঈমাণ আখলাক আগ্রহে।


কথা কম কাজ বেশি, ব্রত হোক এই;
কথা নয় কর্মের জয় হোক, জয় চাই,
কমলে কথা,থামবে জটিল চতুরতা;
নীরবতার শান্তিতে পালাবে কিছু ব্যাথা।