দুঃখে বাড়িঘর ছেড়ে অজানা পথ পাড়ি,
দুঃখে ছারখার সংসার,প্রিয়তম দেয় আড়ি;
দুঃখে পুরুষ কাঁদে,নীরব একাকী মধ্যরাতে।
দুঃখে ভবঘুরে 'পথশিশু''ফুলশিশু' হাভাতে।


দুঃখে ছন্নছাড়া ঘুরে,বেঘোর বেনামী পাগল,
দুঃখে দুঃস্বপ্ন চারণ,প্রেমে পুণ্যে ও শত খল;
দুঃখে অমানিশা আঁধার, উতলা দিন রাত।
দুঃখে ধর্ম অধর্ম,ভুলে যাওয়া গোত্র জাত।


দুঃখে ঘৃণা বাড়ে,ভেঙ্গে যায় সাজানো বাসর,
দুঃখে রাজাসন ছেড়ে আসীন জীর্ণ আসর।
দুঃখে দৈন্যদশা বাড়ে,আগমন শীর্ণ অভাব;
দুঃখে সুজন হয় কুজন,স্বভাবে দুষ্ট প্রভাব।


দুঃখে পিতামাতা আর্তনাদে, সন্তান মরিলে;
দুঃখে দুগ্ধশিশু কাঁদে তৃষাতুর, মা সরিলে।
দুঃখে চেতনা অসাড়,চিন্তায় অসার হনন;
দুঃখে ঘুণ ধরা মগজ পচে গলে মেধা মনন।


দুঃখে প্রভাবিত কবি ও কবিতার শব্দচয়ন,
দুঃখে লেখনী কাঁদে, রক্ত ঝরিয়ে দুনয়ন।
দুঃখে প্রজাগণ ফোঁসে দুর্মুখ রাজা সকাশে,
দুঃখে প্রজাপতি ভাসে, বিবর্ণ মৃত ঘাসে।


দুঃখে চলে খাওয়া পরা,বাঁচা মরা অধিকার;
দুঃখে দীর্ঘশ্বাস নিত্য,শেকল পরা স্বাধিকার।
দুঃখে নাভিশ্বাস,মিথ্যে শোক অসুখী বিহ্বল;
দুঃখে বেঁচে থাকা নামমাত্র বেসুরো বিউগল।