-----------------------
সহস্রবার চেষ্টা করেছি,
লক্ষ বার ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি,
সময় ভগ্নাংশ ভালবাসায় এঁকেছি।
আবেগ তাড়না দুরে রেখেছি,
বিবেকের আয়নায় প্রতিবিম্ব দেখেছি।


সৌম্যতা স্নিগ্ধতা শেষ কথা নয়,
তেল জলে মেশা মেকি অভিনয়!
বুঝেছি,আচরণে প্রথম যতিচিহ্ন বিনয়;
মধ্যমা বিরতিহীন,কৌশল তুচ্ছ বিষয়।
সর্বশেষ শুধুই মুগ্ধতা,শ্রদ্ধাযুক্ত ভয়।


স্মৃতি দারুণ!কষ্ট ও সুখের ভিন্ন সময়;
প্রীতিকর প্রিয়জন ও মোহে দুরে রয়।
হচ্ছে যা, এমনই হবে শেষ  কথা নয়,
খোলস ছাড়িয়ে জীবন এভাবে ক্ষয়;
ব্যাথা ও যন্ত্রণা এমনি সহিতে হয়।


ভাবনা সুবিন্যস্ত করে সাজিয়ে নিয়ে,
কামনা অগ্নি শীতল জল ঢেলে দিয়ে,
দৃষ্টি চক্ষু বারবার করেছি নত অবনত।
পবিত্র বাসনায় দুলেছি নিশ্চুপ অবিরত,
এভাবেই পেয়েছি প্রেম,এখন যা বিগত।


ইতিপূর্বে যেই আমি শুধুই পুরুষ ছিলেম,
অপূর্ব সাধনা,কায়ক্লেশে প্রেমিক হলেম।
ফ্রেম বন্দি প্রেমে নিজেরে বাঁধিলাম,
নিজের বিস্তৃত জালে নিজে জড়াইলাম।
এখন পুরুষ পুনঃ মুক্তির স্বাদ জুড়িলাম।