অলক্ষুণে! বিষন্নতায় ভুগছি বহুদিন,
ভালোই আছি বেশ, এখন তুমি হীন।
অকুণ্ঠ হাতে বাড়িয়েছি প্রেম ভিক্ষা পাত্র,
সেসব কথা ভেবে এখন জ্বলে উঠে গাত্র।


কোন কুক্ষণে! অপাত্রে মন করেছি দান;
বুনো গন্ধ হলে হতো,ছিলো মাকাল ঘ্রাণ।
বিত্তহীন আমার চিত্তটারে করেছি সমর্পণ,
খোলস ফ্রেমে জং ধরা তোমার ঐ দর্পণ।


বিচক্ষণ! ভুলি না ভুলের রুপে,নকল জঘন্য;
মনের অসুখ যতই বাড়ুক অবহেলার জন্য।
থেরাপি রোজ,খাচ্ছি তাই ভুলে থাকার পথ্য;
ভালবাসার ব্যাকরণ শিখিয়েছ যা অকথ্য।


শুভক্ষণে! জন্ম হলে শুভ দৃষ্টি ভাগ্যমন্ত রয়;
শেষবিন্দু নিয়েই থেমেছ, রক্ত,রস আর ক্ষয়।
তোমার বুকে প্রেম কিছুনা,ছিল আঁতুড়ঘর,
তোমার ভুলের নবজন্মে আমি ও স্বার্থপর।


পেয়েছি চরিত্রদোষ,তোমার রুপে অঙ্গ,
কমেনি রঙ্গ রস কিছু, বিপরীত শুধু লিঙ্গ।