(বিশ্ব খাদ্য দিবস,খাদ্য নিরাপত্তা চাই)
--------------------
আমার শিশুর খাদ্যে বিষ দেয় কাহারা?
জাগতিক লোভী অন্ধ অসৎ যাহারা।
পচে গলে দেহ, মাংস খসে যাক মারা;
অভিশাপ মৃত্যু হোক,কফিন কাফন ছাড়া।


আমার পিতার খাদ্যে,মায়ের ঔষধ পথ্যে;
নিম্নমান নকল কাঁচামাল মিশে কি শর্তে?
তাদের পিতামাতার বসবাস কোন গর্তে?
পাপীজন্ম পাপকর্ম ছেড়ে চলে যাও মরতে।


আমাদের ফসল,সবজি ও মাছ,ফলমূলে;
সংরক্ষণ প্রক্রিয়াজাত নামে দিচ্ছ কি গুলে?
উৎপাদক,কৃষক,চাষিরে ঠকাচ্ছ কজন মিলে।
বিবেক বুদ্ধি মানুষ চরিত্র খেয়েছ কি গিলে?


আমাদের সব খাদ্য ও ব্যবহার্য নিত্য পণ্য,
ভেজাল গরল বিষমন্ত মেশান যে জঘন্য,
এদেশ তাদের নয়,জন্ম পরিচয় ও নগণ্য;
পদপিষ্ট মরুক সেসব ঠক,ভিখি পানি অন্ন।


ভেজালের কারসাজি দেখুক সরকার,
অধিকার নির্ভেজাল,সুস্থ বাঁচার দরকার।