খাওয়ার জন্য বাঁচি,বাঁচার জন্য খাওয়া;
বৈচিত্র্যগুণ ঐতিহ্য হরেক স্বাদ ছাওয়া।
বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচা;
মোদ্দা কথা খেয়ে সতেজ এ দেহ খাঁচা।


বাঁচা আর খাওয়ার সংগ্রাম ও সমান,
বেঁচে থাকি তাই খাই,লাগেনা প্রমাণ।
তৃপ্তিকর বেশি খেয়ে কেউ রসনা দমান,
শরীর খাদ্য মেপে কেউবা ওজন কমান।


চেটেপুটে সব খাওয়া খাদ্য ও অখাদ্য,
বাঁচার জন্য খাদ্য চাওয়া সহজ উপপাদ্য।
কারো তবু থাকে চর্বি ও চিনি'র ভয়,
এটা চাই,ওটা নয়!পছন্দ অপছন্দ রয়।


বাঁচতে শেখার আগেই শুরু খাদ্যগ্রহণ,
চোখ কান ফোটার পূর্বে মাতৃ রক্তশোষণ।
খাইখাই  বাঁচি বাঁচি প্রকাশ তাই কি এত?
মনুষ্যত্ব মিশেছে এসে খাওয়া বাঁচা ব্রত!


পশুরা বাঁচে পাশবিক,পশুদল ও খায়;
প্রাকৃতিক পন্থা নিয়মানুযায়ী হিংস্রতায়।
মানুষ সেরা,মেধা মননে বিবেক তাড়নায়;
নিষ্ঠুর ঘৃণ্য পশুত্ব কেন আবেগ ধারনায়?


খাদ্য মুখাপেক্ষী মানবজন্ম সে প্রথম প্রহর,
খাওয়া বাঁচার কঠিন সংঘর্ষ এভাবে প্রসার।