ভালবাসার ভব্যতা,ভরাভর ভীষণ ভরসা
ভালবেসে,ভীম ভীরু ভণ্ড ভজে ভার্যা;
ভালবাসা ভগবদদত্ত,ভাঙ্গে ভণিত ভঙ্গী
ভালবাসা ভয়হীন,ভয় ভুলে ভাম ভুজঙ্গী।


ভালবাসা ভরম ভরিত,ভস্মীভূত ভাবনার
ভালবাসা ভূষণ ভূষিত, ভর্ৎসনা ভূরি ভার!
ভালবাসা ভিদ্যমান ভদ্রতা,ভরাট ভাবাবেশ
ভালবাসা ভাবুক ভাবালু,ভাবান্তর ভাবলেশ;


ভালবাসা ভাবাভাসহীন,ভক্তি ভারিক্কি ভর
ভালবাসা ভাববিলাসী,ভেলা ভাসা ভাদর;
ভালবাসলে ভুজবল,ভাবভঙ্গি ভাববাহী
ভালবেসে,ভাবিনী ভামিনী ভিটা ভারবাহী।


ভালবাসা ভাষাতীত ভাষণ,ভাসমান ভাষ্কর
ভালবাসা ভক্তির ভাস,ভাললাগা ভাস্বর;
ভালবাসা ভারহীন ভার,ভারুই ভানুমতী
ভালবাসলে ভাঙ্গে ভুল,ভাসা ভাসা ভ্রান্তি!


ভালবাসা,ভূগোল ভূমিকা ভূমিহীন ভূমিষ্ঠ!
ভালবাসা ভূলোক,ভ্রাম্যমাণ ভ্রমণ ভূপৃষ্ঠ।
=========================


★★★★★★★★★★★★★


ঘোষণাঃ এটি একটি নিম্নমানের কবিতা
বাংলা কবিতা ডটকম প্রকাশনার বিচারক
বোদ্ধা কবিদের দ্বারা প্রত্যাখ্যাত বটে
( অতএব এটি স্বীকৃত নিম্নমানের কবিতা )