ভাসিয়ে ভাবস্রোতে দেহ তনু মন,
অনুরাগে নিত্য হৃদয় দোলে অনুক্ষণ।
প্রীতি বাঁধনে,আসক্তি রেখে কঠিন পবিত্র;
আকর্ষণে অটল থেকে,ঢেকে জটিল চরিত্র।


নরম স্রোতের শ্যাওলা মেখে গড়েছি শরীর,
তবেই না পেয়েছি  দেখা ভালবাসা পরী'র।
জোয়ার জলে জমিয়ে রেখে প্রেমের সাধ,
ভেঙ্গেছি সূক্ষ্ম নাড়ির অনুভূতি দুঃখ বাঁধ।


বিশ্বাসের বদ্ধমূলে শিকড় করেছি প্রোথিত,
বেদনা নগণ্য অতি,করেনি বিন্দু ব্যাথিত ;
চেতনার উর্বর ভূমি সযত্নে করেছি কর্ষণ,
শ্রান্তিহীন লভেছি প্রেম,সুখের বারি বর্ষণ।


শ্রদ্ধার আসনে বসতে দিইনি অশ্রদ্ধ কারণ,
ভয় রেখেছি মনে, আবেগী তাড়নায় বারণ।
ভক্তির ভিত দিয়ে গেঁথেছি স্নেহের দেয়াল,
চোখ রেখে চোখে সাজিয়ে হৃদয় খেয়াল।


এখন প্রীতিময় হৃদয় খুশী প্রতিদিন ক্ষণ,
প্রিয়জন,প্রেমময়,সজ্জিত শত আয়োজন;
প্রেম সাধনায় ধন্য হয়েছি আমি দুর্মুখ,
ভালবাসার সুখ মন্ত্র,সুখে সাজানো সুমুখ।