হও তুমি সন্ধ্যা,মেঘধনু সজ্জিত আকাশ।
গোধূলি রেখার হলদে,নীলাভ আভাস।
বৃষ্টি ও হতে পারো অঝোর বিরতিহীন,
অঞ্চল পাতিব অপ্রাপ্তি করিয়া বিলীন।


আকাশে সবচেয়ে দুরে উজ্জ্বল যে তারা,
তোমারে সেই নামে ডাকি হবো দিশেহারা।
চাঁদ হলে রুপোলী বেনারসি রূপ সাজে,
জোছনা মেখে নেবো হৃদয় ভাঁজে ভাঁজে।


বেরসিক আমি চাঁদ পাণে  হবো ব্যাকুল,
বেমালুম ভুলিব বেপরোয়া বিগত ভুল।
বাতাস হলেও পারো,কম নয় সেই সুখ;
স্পর্শ পাবো,যতই থাকো হয়ে পরাঙ্মুখ।


পর্বত,প্রান্তর কিংবা সমুদ্র,অথৈ জলরাশি।
আরোহণ,অবতরণে প্রেম তরী রবে ভাসি।
বৃক্ষ বনানী,লতাগুল্ম, ফসল,ফুলে ফলে।
হৃদয় অভিন্ন রবে,থাকো যত চতুর ছলে।


যাই-ই হবে যত কিছু,খানিক আমার থাকো।
না-ই হোক সুখ স্বপনে,দুঃখের শয়নে রাখো।
মনেমনে ক্ষীণস্বরে একবার আমারে ডেকো,
ধূসর জলরঙ ভুল ঢঙে একটি ছবি এঁকো।
                    -০-০-০-