কি শেখাবো কাকে?কতটুকুই বা পারি?
চারিদিকে চতুর মুখোশ,বিষ রঙিন সারি।
সহজাত মানিয়ে নেয়া ভুল সব আড়ি,
নাড়ি নক্ষত্র ছার ! বুঝিনা কমা কি দাড়ি।


বোঝাতে পারিনা কিছু,যত সহজ অঙ্গার।হৃদয় পুড়ে খাক,দ্রোহ দহে দেহ সংহার।
বুঝতে ও পারিনা কুহকী ঘেরাটোপ কত!
ভেতর বাহির,শুরু ও শেষের দারুণ ক্ষত।


খুঁজে খুঁজে পাইনা আঁধার ছড়ানো পথ।
ক্ষয়ে যাওয়া চেতনা ও অগ্নি ঝরা শপথ।
দেখে ও দেখিনা অ-দেখারে চোখ খুলে।
ভাসমান স্রোতে অশালীনতা রয় ঝুলে।


ভাবতে পারিনা শঠতা,লেনদেন কি স্বার্থে?
নীচতা নতজানু কেন সুখভাগ্য চরিতার্থে?
ভাবাতে পারিনা সুস্মৃতিতে,যারা প্রিয়জন।
অলক্ষ্যে অজান্তে অপারগতা করে প্রহসন।
                      --০--