একদিন বলেছিল যেজন,চিরদিন রবে।
সুখের হাওয়া,দুঃখের গন্ধ যতই হবে;
ফাগুন হয়ে তবুও  বসন্ত রঙ মাখবে।
শীতের কাছে আপন,উষ্ণতাকে রাখবে।


কথা ছিল, বর্ষা জলে হবে জলকেলি।
নয়ন শোভা ফুটবে অযুত জুঁই চামেলি।
গ্রীষ্ম এলে দাবদাহ,সুশীতল হাতপাখা।
তুচ্ছ কাবিন গুচ্ছ,উচ্ছন্ন সিঁদুর শাঁখা।


হেমন্ত ঘ্রাণে নাকি ভুলে যাবে অভিমান!
প্রেমেরি ভাষায় রচিবে প্রীতি অভিধান।
বড় ভাল আশায় বেঁচে,প্রাণ হবে মুখর।
প্রতিদিন সাজবে জীবন আরো সুখকর।


সেদিন বিগতযৌবনা, হারানো যত সুর।
এখন বিষাদ বেদনা,চেনা পথ বেশিদূর।
ভাবনা স্মৃতিচিহ্ন হয়েছে ঝাপসা সুদুর।
কামনা মৃতপ্রায় অথর্ব,বেদনা বিধুর।


বাসনা অভিপ্রায়,জুবু থুবু অস্তিত্ব চৌচির।
কল্পনা ভগ্নপ্রায়, ঝরঝর দৃশ্যমান প্রাচীর।
একদিন ছিল,বলেছিল যেজন যতকথা।
অন্যদিন প্রতীক্ষিত, নিয়ম পুরনো প্রথা।