কবিতা সুখপাঠ্য শুদ্ধ ভাষাজ্ঞানে।
কবি সার্থক নিভৃতে কাব্য জন্মদানে।
কবি ও কবিতা ভালবাসার পাণে।
কবিতা বিপ্লব,সংগ্রামে শান্তি আনে।


কবিতা পবিত্র,কামনাহীন বাসনার।
শরমে মরমে ভক্তি,প্রেম সাধনার।
কবিতা  পাহাড়,নদী,নিসর্গ  ঝরনার।
স্থির অস্থির অনুক্ষণ,কখনো দুর্বার।


কবিতা আপামর,সব গণ জনতার।
আমি তুমি সে ও তাহার।
কখনো রক্তাক্ত হৃদয় আমার।
সমান ধনি দরিদ্র,কামার ও কুমাব।


কবিতা, কবির ধন্য সন্তান।
আলো ফোটা ভোর,স্নিগ্ধ কলতান।
কবিতা,জীবনের বাঁকে বাঁকে সবাক।
কখনো হাসি কান্না কখনো অবাক।