রুপে আগুন জ্বলে,হৃদয়ে ফাগুন দোলে।
নয়ন দৃষ্টি খোলে,কথায় গলে মন ভোলে।
হাসিতে মুক্তো ঝরে,অট্টহাসি বিকট স্বরে।
চাষি চাষ করে,ঘাসের ডগায় শিশির ধরে।


কবি কাব্য লেখে,শিশু ধারাপাত শেখে।
পটুয়া ছবিচিত্র আঁকে,নদী বহে বাঁকে বাঁকে।
রাতে অাঁধার থাকে,জোনাকি ঝাঁকে ঝাঁকে।
কোকিল আম্রশাখে,জোছনা বেড়ার ফাঁকে।


মরমী আঘাত হানে,দরদী বুকে তুলে টানে।
সুর-তাল-লয় গানে,সারেগামা কেউ জানে।
আকাশ রয় উদারতায়,বাতাস প্রাণ বাঁচায়।
পানি জীবন দেয়, বীণাপাণি ভব সারমেয়।


ভঙ্গী নজর কাড়ে,আকর্ষণ আড়ে আড়ে।
ধ্যানে আসক্তি ছাড়ে,ধনে প্রাচুর্য বাড়ে।
কর্ম শ্রম ক্লান্তি আনে,ধর্ম শুধু শান্তি মানে।
প্রার্থনা মুক্তি পাণে,প্রভু সেরা প্রশান্তি দানে।


বুদ্ধি চতুর খেলে,কৌশল বাড়ে চোর গেলে।
বিরহ ব্যাথা কান্না এলে,ঢাকি দুই হাত মেলে।
ত্রাসে ভীতি রয়,বিপদে দুঃখের বেদনা হয়।
অভ্যাসে চরিত্র ক্ষয়,অভাবে স্বভাবত নয়।
-----------------------
মালাক্কা প্রণালী,
মালয়েশিয়া।
২৭ অক্টোবর ২০১৪।