ইলিশ মাছের অতুল স্বাদ,হোক কাঁটা হাজার;
তোমরা সবে আপনজন বন্ধুসুলভ আমার
সোনালী বোয়ালমাছের লম্বা বড় দাঁড়ি,
নির্দ্বিধায় চলে এসো সবাই আমার বাড়ি।


কালিজিরা সুগন্ধি চাল রাখা আছে তোলা,
এই হেমন্তের নতুন ধানে ভরেছি ও গোলা
যতটুকু বিত্ত আছে ছিন্ন আমার ঝোলা,
এসো বন্ধু বছরভর হৃদয় দুয়ার খোলা।


বড়শি,কোঁচ,নানা জালে নানা মাছ মারি;
মায়ের হাতে জাদুর রান্না মজার তরকারি
কাচকি মাছের চচ্চড়ি শিং মাগুরের ঝোল,
আমার সমান তোমরা পাবে মায়ের কোল।


টেংরা পুঁটি খলসে ও চিতল মাছের কোপ্তা,
মাছেরঝাল,ভাজা মাছ,পোড়া, পিঠা,ভর্তা ;
শীতকালে নালা সেঁচা বাইম শোল কই
সারাবছর পুকুর ভরা বাউস কাতল রুই।


পূবের বিলে ভাটি সময় বক সারসের মেলা
প্রচুর পাই বাতাসি,মেনি,চিংড়ি,মলা ঢেলা;
জোয়ার জলে উত্তরগাঙ্গ পানিতে টইটম্বুর
নদীর মাছ শাখানদী বেয়ে এখানে ভরপুর।


এসো বন্ধুসব আমার বাড়ি মাছ ভরা দেশে,
যত্নে কথায় ভালবাসায় কাটবে মধুর হেসে।