কিছু স্বপ্ন লুকিয়ে রেখেছি গোপনে
একান্ত গহিণে কঠিন সঙ্গোপনে,
সাথে গত চৈত্রের ধার দেনা মলিন
এই বসন্তে সমান বকেয়া সেই ঋণ;


এখন ভাবছি আগামী শীত পর্যন্ত
অপেক্ষা করব যাই-ই হোক আদ্যোপান্ত,
পরের চৈত্র এলে হালের বলদের সাথে
স্বপ্নগুলো জুড়ি দিব এক চাঁদনী রাতে!


হাতে হাতে নিয়ে যাব তাড়াতে তাড়াতে,
গল্লা বাজারের হাটে নামমাত্র ভাড়াতে
তুলে দিব রক্তচক্ষু মহাজনের হাতে
চেষ্টাচরিত্র!উঠতে ও পারি কোন জাতে;


তবুও যদি অপরিশোধ্য রবে গত ঋণ,
স্বপ্নের ভারে ব্যথিত বুক করে চিনচিন;
শেষবিন্দু সম্বল ছেড়ে অবস্থা হয় সঙ্গিন!
আঁকড়ে রাখা দলছুট স্বপ্ন বাজায় ব্যঙ্গ বীণ।


লালিত স্বপ্ন করবো উন্মুক্ত মূল্যহীন,
বাঁচিবার আশা যতই হোকনা ক্ষীণ !
বেচে দিব লুকায়িত স্বপ্ন,জমানো স্বপ্নিল;
বিকিয়ে স্বপ্ন,শোধ্য ঋণ মেলাবো রেওয়ামিল।