চার পা বিদ্যমান অহিংস্র এক চতুষ্পদ
দ্বিপদী অলংকৃত সেথা আচরণে শ্বাপদ,
যুগেযুগে পরিবর্তিত প্রভাব ও আকার
দ্বন্দ্ব সংঘাত কম নয় তাতে দখল থাকার!


ষষ্ট শতাব্দীতে প্রমাণিত উৎপত্তি
চৈনিক নৃতত্ত্ব চিত্রে আসীন ধর্মগুরু মূর্তি,
আগে পরে এশিয়া চীন ভিন্ন যুক্তিতর্ক
আরো ছয়শ শতাব্দ পর ইউরোপ তুরস্ক;


এরপর ষষ্ঠ শতাব্দ সভ্যতা ক্রমবিকাশ
আঠারো শত সাল বিস্তৃতি পূর্ণ প্রকাশ,
বিপ্লব বিদ্রোহ স্থান কাল বহু বিভাজন
উদ্ভাবন উন্নয়নে রহস্যময় এই আসন!


এখন পরিণত সভ্যতা প্রযুক্তি যন্ত্রযানে,
যন্ত্রযুগে ও অপরিহার্য আসন সবখানে;
রাজা রাজ্যে ঘর গৃহস্থে কুলি ও চাষাড়ে,
অফিস অনুষ্ঠান প্রতিষ্ঠান কিংবা আসরে;


ক্ষমতা অক্ষমতায় আপ্যায়ন সিংহাসনে
ত্রাহিত্রাহি চৌদিক চতুর এই আরোহণে!
সংরক্ষণ সংশোধনে ক্ষমতাবান 'চেয়ার'
ব্যবহার্য চতুষ্পদ শ্রান্তি ও শাস্তি দেওয়ার।